Home / আজকের এই দিনে / আজকের এই দিনে : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

আজকের এই দিনে : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮

বিশ্ব ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইন’স ডে।

 

১৫৪০ সালের এই দিনে ঘেন্টে প্রবেশ করে রোম সম্রাট পঞ্চম চার্লসের বিদ্রোহী নেতাদেরকে একে একে হত্যা করেন।

 

১৫৫৬ সালের এই দিনে ১৪ বছর বয়সে আকবর মোগল সম্রাট হিসেবে হুমায়ুনের স্থলাভিষিক্ত হন।

 

১৬৫৮ সালের এই দিনে বাহাদুরপুরে দারার হাতে সুজা পরাজিত হন।

 

১৬৬৩ সালের এই দিনে কানাডা ফ্রান্সের রাজকীয় প্রদেশ হিসেবে পরিগণিত হয়।

 

১৮৬৬ সালের এই দিনে নারী সংগঠন ‘ব্রহ্মিকা সমাজ’ প্রতিষ্ঠিত হয়।

 

১৮৮১ সালের এই দিনে কলকাতায় অবিভক্ত ভারতের প্রথম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপিত।

 

১৮৯৩ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাওয়াই একীভূত হয়।

 

১৪০৪ সালের এই দিনে ইতালীয় রেনেসাঁর স্থপতি ও মনীষী লিওনে বাত্তিস্তা আলবের্তি জন্ম গ্রহণ করেন।

 

১৪৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, তিনি ছিলেন মুঘল সম্রাট।

 

১৭৬৬ সালের এই দিনে বৃটিশ অর্থনীতিবিদ টমাস রবার্ট ম্যালথাস জন্মগ্রহণ করেন।

 

১৮১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডেরিক ডগলাস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও সমাজ কর্মী।

 

১১৬৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আব্দুল কাদের জিলানী, তিনি ছিলেন মুসলিম ধর্মপ্রচারক।

 

১৪০০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন দ্বিতীয় রিচার্ড, তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা।

 

১৫৩৭ সালের এই দিনে পর্তুগিজদের হাত থেকে পালিয়ে বাহাদুর শাহ পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেন।

 

About Helim Hasan Akash

আমি বৃষ্টি হব যদি তুমি ভিজো, আমি অশ্রু হব যদি তুমি কাঁদো, আমি হারিয়ে যাব যদি তুমি খোঁজ । আমি তোমায় ভালোবাসবো যদি আমায় বোঝ ।

Check More

আজকের এই দিনে : ০৭ ফেব্রুয়ারি, ২০১৮

আজ ০৭ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার। ২৫ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই …

Leave a Reply