Home / নতুন প্রযুক্তি / বাজারে আসছে অ্যাপল হোমপড

বাজারে আসছে অ্যাপল হোমপড

অবশেষে বাজারে আসছে স্মার্ট স্পিকার অ্যাপল হোমপড। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাজারে আসছে তাদের স্মার্ট স্পিকার। ২০১৭ সালের জুন মাসেই অ্যাপল নিজস্ব স্মার্ট স্পিকার বাজারে আনার ঘোষণা দিয়েছিল। কিন্তু ঠিক কী কারণে অ্যাপল পণ্যটি বাজারে আনতে দেরি করলো, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। প্রথম অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাজারেই পণ্যটি ছাড়বে অ্যাপল।
জানা গেছে, ৩৪৯ ডলার দামের স্মার্ট স্পিকারটি তৈরির সময় এটির অডিও মানের দিকেই বেশি জোর দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। স্মার্ট স্পিকার অ্যাপল হোমপড অ্যাপল মিউজিকের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে করে ব্যবহারকারী চাইলেই অ্যাপল মিউজিক থেকে পছন্দের গান শুনতে পারেন। এছাড়া ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরি সার্বক্ষণিক সেবা দেবে বলেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরির সাহায্যে শুধু গান শোনা ছাড়াও ব্যবহারকারী মেসেজ পাঠাতে, পডকাস্ট শুনতে, খবর শুনতে পারবেন এবং হোমকিট-এর বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।
অ্যাপলের তরফ থেকে জানানো হয়েছে, সহজেই অ্যাপল হোমপড সেটআপ করতে পারবেন ব্যবহারকারীরা। দুটি অ্যাপল হোমপড কিনলে, সেটি স্টেরিও হিসেবেও ব্যবহার করা যাবে। তবে মাল্টি-রুম অডিও ফিচারটি থাকছে না স্পিকারটিতে। অন্যদিকে অ্যাপল হোমপডের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মতো বিভিন্ন থার্ড পার্টি অ্যাপেও মেসেজ আদান-প্রদান করতে পারবেন কিনা সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।

About DJ Rony

I Love LiveNetBD.Ga

Leave a Reply